দিলীপ বসু (১৫-৫-১৯২০ – ৬-৯-১৯৮৪) কলেজে পড়ার সময়ই ছাত্র ফেডারেশনে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-কালে কম্যুনিস্ট পার্টির উপর আগ্রাসন শুরু হলে। পার্টির নেতৃত্ব আত্মগোপন করে। এ সময় তাদের ‘টেক’ সংগঠনে তিনি ছিলেন তাদের গাড়ীর বিশ্বস্ত চালক। ১৯৪২ খ্রী. পার্টি আইনী হবার পর তিনি কাজ করতেন সোভিয়েত সুহৃদ সমিতিতে। ১৯৪৮ খ্রী. ইংলেণ্ডে যান। সেখানে বৃটিশ কম্যুনিস্ট পার্টির সদস্য রজনী পাম দত্তের সহকারী হিসাবে পার্টির কাজ করেন। ভারতে ফিরে পার্টির পুস্তক প্রকাশনার কাজে সক্রিয় হন। ১৯৬৩ খ্রী. ‘মনীষা’ গ্ৰন্থালয় গড়ে ওঠা থেকে মৃত্যুদিন পর্যন্ত তার প্ৰধান পরিচালক হিসাবে কাজ করে গেছেন। পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিভাগের অন্যতম প্ৰধান ছিলেন। বাংলা ও ইংরেজীতে বহু প্ৰবন্ধ রচনা করেছেন।
পূর্ববর্তী:
« দিলারা হাশেম
« দিলারা হাশেম
পরবর্তী:
দিলীপকুমার গুপ্ত, ডি. কে. »
দিলীপকুমার গুপ্ত, ডি. কে. »
Leave a Reply