দিলীপকুমার রায়চৌধুরী (১৯২১ – ২৫-৮-১৯৮২) উলপুর — ফরিদপুর। ১৯৩৯ খ্রী. স্কটিশ চার্চ কলেজছাত্রদের আন্দোলনের নেতৃত্বের মধ্য দিয়ে রাজনীতির জগতে পরিচিতি লাভ করেন। ১৯৪৯ খ্রী. বুদাপেস্ট বিশ্ববিদ্যালয় থেকে রক্তের জৈব রসায়নে গবেষণা করে পি-এইচ.ডি. ডিগ্ৰী লাভ করেন। বিভিন্ন দেশজ গুলোর জৈব রাসায়নিক ধর্ম সম্বন্ধে কিছু লেখা প্ৰকাশ করেন। কলিকাতা মেডিক্যাল কলেজের রসায়ন ও জৈব রসায়ন বিভাগের প্রধান ছিলেন।
পূর্ববর্তী:
« দিলীপকুমার রায়
« দিলীপকুমার রায়
পরবর্তী:
দিলীপকুমার সেন »
দিলীপকুমার সেন »
Leave a Reply