দিলীপকুমার গুপ্ত, ডি. কে. (এপ্রিল ১৯১৮ – ৭.৬.১৯৭৭) ঢাকা। বিজ্ঞাপনে বুদ্ধিদীপ্ত সৃজনশীলতা ও শিল্পসম্মত অলংকরণের এবং বাংলা প্ৰকাশন শিল্পে আধুনিকতার প্রবর্তক। তার প্রবর্তিত প্ৰকাশন সংস্থা সিগনেট প্রেসের মাধ্যমে তিনি একটি গ্রন্থ আন্দোলনের সূচনা করেন এবং সেই সঙ্গে বাংলা প্রকাশন শিল্পে মান ও উৎকর্ষ-উন্নয়নে পথপ্ৰদৰ্শক হন। সেন্ট জেভিয়ার্স কলেজের স্নাতক। বিজ্ঞাপন কোম্পানী ডি.জে. কিমারে কর্মজীবন শুরু। ১৯৫৩ খ্রী. বিজ্ঞাপন ও গ্রাফিক আর্ট সম্পর্কে শিক্ষার জন্য ইউরোপ যান। ১৯৫৭ খ্ৰী. বাটা সু কোম্পানিতে বিজ্ঞাপন ম্যানেজার হিসাবে যোগ দেন। ১৯৬৩ খ্রী. তার পাবলিসিটি ম্যানেজার হন। তার বড় কীর্তি সিগনেট প্রেস। ১৯৪৩ খ্রী. নীলিমা দেবীর সহযোগিতায় সিগনেট প্রেস অ্যান্ড পাবলিশার্স-এর পত্তন করেন। সিগনেট থেকে সাহিত্যের খবর সংবলিত ‘টুকরো কথা’ বিনামূল্যে পাঠকদের বিলি করা হত। ১৯৫০ খ্রী. প্ৰথম কবিসম্মেলনের উদ্যোক্তা। ‘কবিপক্ষ’ কথাটির উদ্ভাবনা ও সেই উপলক্ষে কবিতার বই প্ৰকাশ সিগনেট-এর উদ্ভাবন। ‘সারস্বত’ পত্রিকার প্রতিষ্ঠাতা। বহু বছর ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী কালে তিনি সিগনেট প্রেস থেকে সরে আসেন। বাংলা লেখায় দক্ষতা ছিল। পথের পাচালীর শিশু সংস্করণ ‘আম আঁটির ভেঁপু’ তার লেখা। কৃষ্ণা হাতি সিং-এর ‘কোন খেদ নাই’ তাঁর অনুবাদগ্রন্থ। বিজ্ঞাপনের রাজ্যে অজস্র প্রবাদতুল্য বাক্য ব্যবহার করেছেন।
পূর্ববর্তী:
« দিলীপ বসু
« দিলীপ বসু
পরবর্তী:
দিলীপকুমার রায় »
দিলীপকুমার রায় »
Leave a Reply