দিনেশ দাস (১৬.৯.১৯১৩ – ১৩.৩.১৯৮৫) কলিকাতা। স্কটিশ চার্চ কলেজে চতুর্থ বার্ষিক শ্রেণীর ছাত্রাবস্থায় ১৯৩৪ খ্রী. তার প্রথম কবিতা প্ৰকাশিত হয়। ১৯৩৮ খ্রী. ‘কাস্তে’ কাব্যগ্রন্থ প্রকাশের পর থেকে তিনি ‘কাস্তে কবি’ নামেই সমধিক খ্যাত হন। এখানেই রয়েছে সেই প্ৰসিদ্ধ পঙক্তি — ‘এ যুগের চাঁদ হল কাস্তে’। চল্লিশ এবং পঞ্চাশের দশক জুড়ে তিনি ছিলেন সমকালীন, একই সঙ্গে পরীক্ষমাণ এবং বহু আবৃত্ত এক প্রিয় কবি। এককালের সক্রিয় বামপন্থী রাজনৈতিক কামী, একসময়ে ‘দৈনিক কৃষক’, মাসিক ‘মাতৃভূমি’ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। পরে শিক্ষকতা। ১৯৭৮ খ্রী. চেতলা বয়েজ স্কুল থেকে অবসর নেন। ১৯৮১ খ্রী. ‘অসঙ্গতি’ কাব্যগ্রন্থের জন্য নজরুল পুরস্কার এবং ‘রাম গেছে বনবাসে’র জন্য ১৯৮৩ খ্রী. রবীন্দ্ৰ পুরস্কার পেয়েছেন। তার অপর গ্রন্থ : ‘কবিতা’, ‘অহল্যা’, ‘কাঁচের মানুষ’, ‘ভুখামিছিল’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« দিনেন্দ্রনাথ ঠাকুর
« দিনেন্দ্রনাথ ঠাকুর
পরবর্তী:
দিবাকর বেদান্তপঞ্চানন »
দিবাকর বেদান্তপঞ্চানন »
Leave a Reply