দিনেন্দ্রনাথ ঠাকুর (১৬.১২.১৮৮২ – ২১.৭.১৯৩৫) জোড়াসাঁকো — কলিকাতা। দ্বিপেন্দ্রনাথ। প্ৰপিতামহ মহর্ষি দেবেন্দ্রনাথ। সঙ্গীতশাস্ত্ৰে অভিজ্ঞ। রবীন্দ্রনাথের বহু সঙ্গীতের সুর যোজনা করেন। ২৫ বছর বিশ্বভারতীর সঙ্গীত-শিক্ষক ছিলেন। রবীন্দ্রনাথ ‘ফাল্গুনী’ নাটকের উৎসর্গপত্রে তাকে ‘আমার সকল গানের কাণ্ডারী’ আখ্যায় সম্মানিত করেছেন। রবীন্দ্রনাথের বহু নাটকে তিনি অসামান্য অভিনয়-দক্ষতারও পরিচয় দিয়েছেন। বেশির ভাগ রবীন্দ্ৰ-সঙ্গীতের স্বরলিপি তিনিই রচনা করেন। রচিত কিছু কবিতা ‘বীণ’ গ্রন্থে প্রকাশিত। নানা ভাষায় পণ্ডিত এবং ইংরেজী ও ফরাসী ভাষায় বিশেষ ব্যুৎপন্ন ছিলেন। কয়েকটি বিদেশী গল্পেরও বঙ্গানুবাদ করেন।
পূর্ববর্তী:
« দিগিন্দ্রনারায়ণ ভট্টাচাৰ্য
« দিগিন্দ্রনারায়ণ ভট্টাচাৰ্য
পরবর্তী:
দিনেশ দাস »
দিনেশ দাস »
Leave a Reply