দিগম্বর মিত্র, রাজা, সি.এস.আই (১৮১৭ – ২০-৪-১৮৭৯) কোন্নগর–হুগলী। শিবচন্দ্ৰ। হেয়ার স্কুল ও হিন্দু কলেজের ছাত্র এবং ডিরোজিওর শিষ্যদের অন্যতম। কর্মজীবনে শিক্ষক, কেরানী, তহশীলদার, জমিদারী এস্টেটের ম্যানেজার প্রভৃতি বিভিন্ন রকমের কাজ করেন। শেয়ার-ব্যবসায়ে প্রভূত অর্থ উপাৰ্জন করে একজন ধনী জমিদার হন। ১৮৩৭ খ্রী তিনি কাশিমবাজারের রাজা কৃষ্ণনাথ রায়ের ম্যানেজার নিযুক্ত হন। জমিদারীর উন্নতিসাধন করে এখান থেকে এক লক্ষ টাকা পুরস্কার পান এবং ঐ টাকায় রেশম ও নীলের কারবার করে ধনশালী হয়ে ওঠেন। ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে কাজ-কারবার থাকায় দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি ভারতসভার সহ-সম্পাদক এবং পরে সভাপতি হন। উডের রাজ্যশাসন পরিকল্পনার বিরোধিতা করে খ্যাতি অর্জন করেন। টাউন হলের সভায় (৬-৪-১৮৫৭) ভারতীয় বিচারকদের ইংরেজদের বিচারাধিকার–সংক্রান্ত আইনবিষয়েও বক্তৃতা দেন। ১৮৬২ খ্রী. আয়কর সম্মেলনে ভারত-সভার প্রতিনিধি, অবৈতনিক বিচারক, জাস্টিস অফ দি পীস, ১৮৬৪ খ্রী. এপিডেমিক ফিভার কমিশনের একমাত্র ভারতীয় প্রতিনিধি, তিনবার ব্যবস্থাপক সভার মনোনীত সদস্য এবং ১৮৭৪ খ্রী. কলিকাতার প্রথম বাঙালী শেরিফ ছিলেন। তিনি বহুবিবাহ-রদ আইন প্রবর্তনের এবং বিধবা বিবাহ প্ৰচলনের বিরোধিতা করেন।
পূর্ববর্তী:
« দিগম্বর ভট্টাচাৰ্য
« দিগম্বর ভট্টাচাৰ্য
পরবর্তী:
দিগিন্দ্রনারায়ণ ভট্টাচাৰ্য »
দিগিন্দ্রনারায়ণ ভট্টাচাৰ্য »
Leave a Reply