দিগম্বর ভট্টাচাৰ্য। কবি ও সঙ্গীত-রচয়িতা। ধর্মমতে তন্ত্রোক্ত আদ্যশক্তির উপাসক ছিলেন। তার বিভিন্ন সঙ্গীত ঐ সময়ে প্রচলিত বন্ধু রাজা রামমোহনের প্রসিদ্ধ গীতগুলির প্রত্যুত্তর-ছলে রচিত। ‘মনে কর শেষের দিন কি ভয়ঙ্কর’–রামমোহনের রচিত এই বিখ্যাত সঙ্গীতের প্ৰত্যুত্তরে তিনি লেখেন : ‘মনে কর শেষের দিন কি সুখকর/ আধনীরে গঙ্গাতীরে পাতকী হীন নর/ কাটায়ে সংসার মায়া,/ আশীর্বাদী পুত্র জায়া/ নিরমাল্য বিন্ধপত্ৰ মাথার উপর/–/ ব্ৰহ্মরন্ধ্র করি ভেদ উঠে দিগম্বর’।
পূর্ববর্তী:
« দিগম্বর বিশ্বাস
« দিগম্বর বিশ্বাস
পরবর্তী:
দিগম্বর মিত্র, রাজা, সি.এস.আই »
দিগম্বর মিত্র, রাজা, সি.এস.আই »
Leave a Reply