দামোদর মুখোপাধ্যায় (২.১১.১২৫৯ – ৩১.৪.১৩১৪ ব) শান্তিপুর — নদীয়া। মাতুলালয় কৃষ্ণনগরে জন্ম এবং সেখানেই খ্যাতনামা বৈয়াকরণ মাতুল লোহারাম শিরোরত্নের নিকট প্রতিপালিত হন। কৃষ্ণনগর ও বহরমপুর কলেজে শিক্ষালাভ করেন। ইংরেজী, বাংলা ও সংস্কৃত ভাষায় বিশেষ বুৎপত্তি ছিল। ‘জ্ঞানাঙ্কুর’, ‘প্রবাহ’ ও ইংরেজী দৈনিক ‘নিউজ অফ দি ডে’র সম্পাদক ছিলেন। ‘অনুসন্ধান’ নামে অনুসন্ধান সমিতির পাক্ষিক মুখপত্রের ৭ম খণ্ডটি (১৩০০ব) তার সম্পাদনায় প্ৰকাশিত হয়। বৈবাহিক বঙ্কিমচন্দ্রের কতকগুলি উপন্যাসের উপসংহার রচনা করেন। তার রচিত প্ৰথম উপন্যাস ‘মৃন্ময়ী’ বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’র উপসংহার। রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘নবাবনন্দিনী’ (দুৰ্গেশনন্দিনীর উপসংহার), মা ও মেয়ে’, ‘দুই ভগিনী’, ‘বিমলা’, ‘কর্মক্ষেত্রে’, ‘শান্তি’, ‘সোনার কমল’, ‘যোগেশ্বরী’, ‘অন্নপূর্ণা’, ‘সপত্নী’, ‘ললিতমোহন’, ‘অমরাবতী’, ‘শম্ভুরাম’, প্রভৃতি। অনুবাদগ্রন্থঃ ‘কমলকুমারী’ ও ‘শুক্লবাসনা সুন্দরী’ প্রভৃতি। এছাড়াও ৯টি টীকাভাষ্য ও সুবিস্তৃত ব্যাখ্যাসহ শ্ৰীমদ্ভগবদগীতার সংস্করণ প্ৰকাশ করেন।
Leave a Reply