দানশীল। অনুমান ১০ম – ১১শ শতাব্দীর লোক। উত্তরবঙ্গের বারেন্দ্রীতে রামপাল প্রতিষ্ঠিত জগদল বিহারের অন্যতম আচার্য ও স্বনামধন্য পণ্ডিত। ভগল বা বঙ্গল দেশের অধিবাসী ছিলেন। বিহারের বিভূতিচন্দ্ৰ, শুভাকর গুপ্ত, মোক্ষাকর গুপ্ত, ধর্মীকির প্রভৃতি অন্যান্য আচার্যের মত তিনি বহু সংস্কৃত গ্ৰন্থ, অভয়াকর গুপ্ত ও শুভাকর গুপ্তের কয়েকখানি গ্ৰন্থসহ প্ৰায় ৬০খানি তন্ত্রগ্রন্থ এবং স্বরচিত ‘পুস্তকপাঠোপায়’ নামক গ্ৰন্থ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন। তিনি জিনমিত্র ও শীলেন্দ্ৰবোধি নামে দুই বৌদ্ধ আচার্যের সঙ্গে একযোগে তিব্বতরাজের অনুরোধে একটি সংস্কৃত-তিব্বতী অভিধান রচনা করেছিলেন। এই তিনজন নাগার্জনের ‘প্ৰতীত্যসমূৎপাদহৃদয়কারিকা’ গ্ৰন্থটিও তিব্বতী ভাষায় অনুবাদ করেন।
পূর্ববর্তী:
« দাদা পীর
« দাদা পীর
পরবর্তী:
দামোদর মুখোপাধ্যায় »
দামোদর মুখোপাধ্যায় »
Leave a Reply