দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় (২৭.২.১২৫৩ – ১৭.১.১৩০২ ব.) সিউড়ী। কুলদানন্দ। আদি নিবাস ময়নাপুর—বাকুড়া। ভাগলপুর স্কুল থেকে প্রবেশিকা পাশ করে আইন পড়েন। কর্মজীবনে পোস্টমাস্টার ছিলেন। কিছুকালের জন্য অবৈতনিক ম্যাজিষ্ট্রেট হয়েছিলেন। সাহিত্যেও অনুরাগ ছিল। তার রচিত গ্ৰন্থ : ‘অপূর্ব স্বপ্নকাব্য’, ‘শব্দজ্ঞান রত্নাকর’ (অভিধান), ‘পদসার’ (তিন খণ্ড), ‘সুভদ্রার বিয়ে’ (কাব্যগ্রন্থ) প্রভৃতি। ১২৮৫ ব. সিউড়ী থেকে প্রচারিত ‘দিবাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
« দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
পরবর্তী:
দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাজা »
দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাজা »
Leave a Reply