দ্বারকানাথ গুপ্ত, ডাঃ (১৮৩৮ – ১৯.৬.১৮৮২) ডি. গুপ্ত নামে খ্যাত ছিলেন। কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা-বিদ্যায় তৎকালীন স্নাতক উপাধি (জিএমসিবি) লাভ করে তিনি কিছুকাল সরকারী চাকরি করার পর চিকিৎসা-বিদ্যার গবেষণায় রত হন। তাঁর আবিষ্কৃত বহু পেটেন্ট ঔষধের মধ্যে ম্যালেরিয়া জ্বরের প্রতিষেধক ডি গুপ্তের ‘অ্যান্টি-পিরিয়ডিক মিক্সচার’ সবচেয়ে বিখ্যাত। ভারতে, এবং বিদেশে এই মিক্সচারের বহুল প্রচারের ফলে তিনি খ্যাতি ও প্রচুর অর্থ উপার্জন করেন।
পূর্ববর্তী:
« দ্বারকানাথ গুপ্ত
« দ্বারকানাথ গুপ্ত
পরবর্তী:
দ্বারকানাথ ঘোষ »
দ্বারকানাথ ঘোষ »
Leave a Reply