ত্ৰৈলোক্যনাথ মিত্ৰ (২.৫.১৮৪৪ – ৮.৪.১৮৯৫) কোন্নগর-হুগলী। জয়গোপাল। উত্তরপাড়া বিদ্যালয় থেকে ১৮৫৯ খ্ৰী. কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পাশ করেন। এফ.এ. পরীক্ষায় দ্বিতীয় এবং বি-এ-তে ও অঙ্কশাস্ত্রে এম.এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ১৮৬৫ খ্রী. বি-এল এবং ১৮৭৭ খ্রী. ডক্টর অব ল হন। তিনি এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায় ল পরীক্ষায় প্রথম ডক্টরেট। কর্মজীবনের সূচনায় প্রেসিডেন্সী কলেজে গণিতের ও পরে হুগলী কলেজের আইন ও দর্শনশাস্ত্রের অধ্যাপনা করেন। ১৮৬৭ খ্রী. থেকে হুগলীতে ওকালতি কার্যে ব্ৰতী হন। ১৮৭৫ খ্রী. কলিকাতা হাইকোর্টে যোগ দেন। ১৮৭৯ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সদস্য ও ‘ঠাকুর আইন অধ্যাপক’ নিযুক্ত হন। পরে আইন বিভাগের অধ্যক্ষ হয়েছিলেন। ইংল্যাণ্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন। কিছুকাল শ্ৰীীরামপুর মিউনিসিপ্যালিটিরও চেয়ারম্যান ছিলেন। ১৮৮৭ খ্রী. মাদ্রাজ কংগ্রেসে সক্রিয় ভূমিকা গ্ৰহণ করেন। আর্মস অ্যাক্ট-এর (লর্ড লিটন কৃত) সংশোধনী হিসাবে বিশিষ্ট ব্যক্তিদের অস্ত্র ব্যবহারের অধিকার চেয়েছিলেন। তার রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘হিন্দু বিধবাসংক্রান্ত আইন’।
পূর্ববর্তী:
« ত্ৰৈলোক্যনাথ ভট্টাচাৰ্য
« ত্ৰৈলোক্যনাথ ভট্টাচাৰ্য
পরবর্তী:
ত্ৰৈলোক্যনাথ মুখোপাধ্যায় »
ত্ৰৈলোক্যনাথ মুখোপাধ্যায় »
Leave a Reply