ত্ৰৈলোক্যনাথ ভট্টাচাৰ্য (১৮৬০ – ১৯০০) পাঁচদোনা-ঢাকা। ব্ৰজনাথ। ১৮৮৫ খ্রী. এম. এ. পাশ করে বরিশাল ব্ৰজমোহন স্কুলে হেডমাস্টার নিযুক্ত হন। পরে বি. এল. পাশ করে ১৮৮৯ খ্রী. নয়াদা খাসমহলে সাব-ডেপুটি ও পরে ১৮৯৯ খ্ৰী. ডেপুটি পদ প্রাপ্ত হন। রচিত গ্ৰন্থ: ‘নেপালের পুরাতত্ত্ব’, ‘সংস্কৃত সাহিত্যের ইতিহাস’ (১ম), ‘ঐতিহাসিক গ্রন্থমালা’, ‘রাজতরঙ্গিণী, ‘বঙ্গে সংস্কৃতচর্চা’। বিদ্যাপতি প্রভৃতি বৈষ্ণব কবিগণের জীবনী-গ্রন্থেরও রচয়িতা।
পূর্ববর্তী:
« ত্ৰৈলোক্যনাথ পাল
« ত্ৰৈলোক্যনাথ পাল
পরবর্তী:
ত্ৰৈলোক্যনাথ মিত্ৰ »
ত্ৰৈলোক্যনাথ মিত্ৰ »
Leave a Reply