ত্ৰৈলোক্যনাথ দেব (১৮৪৭ – ১৯২৮) কর্ণপুর-চব্বিশ পরগনা। কাঠখোদাই ব্লকের একজন প্রাচীনতম শিল্পী। উপেন্দ্ৰকিশোর রায় চৌধুরী কর্তৃক ভারতবর্ষে আধুনিক ব্লক প্রবর্তিত হবার আগে গ্ৰন্থ-চিত্রণের একমাত্র উপায় ছিল কাঠখোদাই। সেই যুগে বাঙলাদেশের উল্লেখযোগ্য পাঠ্যপুস্তক ও পত্রপত্রিকায় মুদ্রিত প্ৰায় সব ছবিই ছিল ত্ৰৈলোক্যনাথের শিল্পকর্ম। ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগরের পৌরোহিত্যে হিন্দুমতে বিবাহ করেন। পরে উমেশচন্দ্র দত্ত প্রভৃতির অনুপ্রেরণায় তিনি ও তার স্ত্রী বিরাজমোহিনী দেবী ব্ৰাহ্মধর্মে দীক্ষিত হন। ‘সেকালের ব্রাহ্মসমাজ’ গ্রন্থের রচয়িতা। ভারতীয় পর্সিলিন শিল্পের পথিকৃৎ সত্যসুন্দর তাঁর পুত্র।
পূর্ববর্তী:
« ত্ৰৈলোক্যনাথ চক্রবর্তী, মহারাজ
« ত্ৰৈলোক্যনাথ চক্রবর্তী, মহারাজ
পরবর্তী:
ত্ৰৈলোক্যনাথ পাল »
ত্ৰৈলোক্যনাথ পাল »
Leave a Reply