ত্ৰৈলোক্যনাথ ঘোষ (? – ১৯১১) চুঁচুড়া-হুগলী। বহু পুরস্কার ও বৃত্তি নিয়ে কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারী পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৮৬৭ খ্রী সরকারী চাকরি নিয়ে যুক্তপ্রদেশে যান এবং পরের বছর মীরাট হাসপাতালের ভার গ্ৰহণ করেন। অস্ত্ৰ-চিকিৎসায় ও চক্ষু-চিকিৎসায় পারদর্শী ছিলেন। ১৮৯১ খ্রী. অবসর-গ্ৰহণ করে মীরাটেই চিকিৎসা ব্যবসায় শুরু করেন। মীরাটের বহু জনহিতকর কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« ত্ৰৈলোক্যতারিণী
« ত্ৰৈলোক্যতারিণী
পরবর্তী:
ত্ৰৈলোক্যনাথ চক্রবর্তী, মহারাজ »
ত্ৰৈলোক্যনাথ চক্রবর্তী, মহারাজ »
Leave a Reply