ত্ৰৈলোক্যতারিণী (১৯শ শতাব্দী)। কলিকাতা সোনাগাছির বাসিন্দা ত্ৰৈলোক্যতারিণীর যাত্রার দল ছিল। এই দলে বেশ কিছুসংখ্যক মহিলা অভিনেত্রী ছিলেন এবং তারা নারী ভূমিকায় অভিনয় করতেন। ‘বভ্রুবাহন’ পালা গেয়ে এই দল খ্যাতি অর্জন করেছিল। মেদিনীপুরে গান করতে গিয়ে তিনি প্ৰাণ হারান। এই সময়েই রাধারণী নামে একজন যাত্রাওয়ালীর নাম পাওয়া যায়। নীলমণি কুণ্ডুর পত্নী মুক্তামণি ১২৮৫ ব যে যাত্ৰাদল খোলেন তা বেশিদিন স্থায়ী না হলেও ‘বৌ-কুণ্ডুর দল’ নামে এক সময় বিখ্যাত হয়েছিল।
পূর্ববর্তী:
« ত্ৰিলোচন দাস
« ত্ৰিলোচন দাস
পরবর্তী:
ত্ৰৈলোক্যনাথ ঘোষ »
ত্ৰৈলোক্যনাথ ঘোষ »
Leave a Reply