ত্ৰিলোচন দাস (১৫২৩ – ১৫৮৯) কোগ্রাম-বর্ধমান। কমলাকার ঠাকুর। পদকর্তা হিসাবে তিনি লোচন নামে বিখ্যাত এবং ‘চরিতামৃত’ ও ‘ভক্তিরত্নাকর’ ইত্যাদি প্রাচীন গ্রন্থে সুলোচন নামে পরিচিত। ‘ত্রিলোচন’ নামটি স্বহস্তলিখিত প্ৰাচীন ‘চৈতন্যমঙ্গল’ এ দৃষ্ট হয়। অপর গ্রন্থ: ‘দুর্লভসার’ এবং ‘রাগলহরী (ভক্তিরাসামৃতসিন্ধুর স্থানবিশেষের পদ্যানুবাদ)। এ ছাড়াও রচিত বহু পদ আছে। তিনি পাঠাভ্যাসের জন্য শ্ৰীখণ্ডের নরহরি ঠাকুরের কাছে গিয়েছিলেন। গুরুর আদেশে তিনি ‘চৈতন্যমঙ্গল’ গ্ৰন্থ ও পদাবলী রচনা করেন।
পূর্ববর্তী:
« ত্ৰিভুবন সাঁওতাল
« ত্ৰিভুবন সাঁওতাল
পরবর্তী:
ত্ৰৈলোক্যতারিণী »
ত্ৰৈলোক্যতারিণী »
Leave a Reply