ত্রিপুরারি চক্রবর্তী (১৮৯৬ – ২৩.১.১৯৭৯) দেগাছি-পাবনা। তারিণীকিশোর। খ্যাতনামা শিক্ষাবিদ ও অধ্যাপক। রাজশাহী কলেজ থেকে বি-এ, এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ঢাকা কলেজ থেকে এম.এ. পাশ করে ১৯২০ খ্রী ঐ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯৬১ খ্রী. অবসর গ্ৰহণ করেন। ইতিহাস, সংস্কৃত ও দর্শনের অন্যতম ব্যাখ্যাতা, মহাভারতের ভাষ্যকার ও বহু গ্রন্থের প্রণেতা। ভারতীয় সাংস্কৃতিক দলের প্রতিনিধি হয়ে ১৯৫১ খ্রী. চীন ও ১৯৫৫ খ্রী. জাপান যান। ১৯৫৬ খ্রী. আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সভ্য ছিলেন। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ ও অন্যান্য বহু ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। রবীন্দ্র দর্শনের ব্যাখ্যাতা হিসাবেও তার খ্যাতি ছিল। রচিত গ্রন্থঃ ‘India’s Demand for a Constituent Assembly’, ‘New Light on Minto-Morley Reform’, ‘Evolution of the Franchise in British India’, ‘The Concept of Dharma in the Mahabharata’, ‘Two Famous Characters in Maharastra’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« ত্রিপুরা সেনগুপ্ত
« ত্রিপুরা সেনগুপ্ত
পরবর্তী:
ত্ৰিদিবেশ বসু »
ত্ৰিদিবেশ বসু »
Leave a Reply