ত্ৰিপথনাথ কাব্য-ব্যাকরণ-স্মৃতিতীৰ্থ (১৩.৩.১৩০০ ব. – ?) নবদ্বীপ। জানকীনাথ বিদ্যাভূষণ। শিক্ষা নবদ্বীপে, বহরমপুরের রামশরণ বিদ্যাবাগীশের চতুষ্পাঠীতে ও বিশুদ্ধানন্দ বিদ্যালয়ে। কলিকাতার জগবন্ধু রায়ের চতুষ্পাঠীতে কর্মজীবন শুরু। পরে তার শিক্ষাগুরু নবদ্বীপের মহামহোপাধ্যায় অজিতনাথ ন্যায়রত্নের চতুষ্পাঠীতে ১৩৩৩ ব পর্যন্ত অধ্যাপনা করেন। নবদ্বীপের রাজকীয় সংস্কৃত কলেজ স্থাপিত হলে তিনি তার অধ্যক্ষ নিযুক্ত হন। নবদ্বীপস্থিত ‘বুনো রামনাথে’র বাস্তুভিটার উপর অট্টালিকা নির্মাণ করে সেখানে ‘বঙ্গবিবুধজননী সভা’ স্থাপন তার উল্লেখযোগ্য কীর্তি। এ কাজে বিচারপতি ড. বিজনবিহারী মুখোপাধ্যায় তাকে বিশেষ সাহায্য করেছিলেন।
পূর্ববর্তী:
« ত্ৰিদিবেশ বসু
« ত্ৰিদিবেশ বসু
পরবর্তী:
ত্ৰিভঙ্গ রায় »
ত্ৰিভঙ্গ রায় »
Leave a Reply