ত্ৰিদিবেশ বসু (১৯০৭ – ১৫.২.১৯৮৩) ঝিনাইদহ-যশোহর। গণিতজ্ঞ কে.পি. বসু। বাংলা মুদ্রণ জগতের অন্যতম প্ৰধান। ইণ্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোম্পানী, কে পি.বসু প্রিন্টিং ওয়ার্কস, কে পি. বসু পাবলিশিং কোম্পানী এবং ‘বসুধারা’ পত্রিকার প্রতিষ্ঠাতা। বহু বছর পাবলিশার্স এণ্ড, বুক সেলার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« ত্রিপুরারি চক্রবর্তী
« ত্রিপুরারি চক্রবর্তী
পরবর্তী:
ত্ৰিপথনাথ কাব্য-ব্যাকরণ-স্মৃতিতীৰ্থ »
ত্ৰিপথনাথ কাব্য-ব্যাকরণ-স্মৃতিতীৰ্থ »
Leave a Reply