তেজেশচন্দ্ৰ সেন (জুলাই, ১৮৯৩ – জুলাই, ১৯৬০) শানখলা-ঢাকা। পূৰ্ণচন্দ্র। ঢাকা কলেজিয়েট স্কুলে দশম শ্রেণীতে পড়ার সময় ১৯০৯ খ্রী. শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয়ের সেবা করার সঙ্কল্প নিয়ে সেখানে চলে যান। পরে দেশে গিয়ে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে পাশ করে কিছুদিনের মধ্যেই শান্তিনিকেতনে ফিরে আসেন। রবীন্দ্ৰনাথ তাকে বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত করে দেন। সেই সময় থেকে মৃত্যুকাল পর্যন্ত সেখানেই ছিলেন। এই বিদ্যালয়ে তিনি শিশুদের বাংলা, ইংরেজী, ইতিহাস, ভূগোল, গণিত পড়িয়েছেন; গান ও প্রকৃতি-পর্যবেক্ষণ এবং বাগানের কাজও শিখিয়েছেন। শিশুদের প্রকৃতি–পর্যবেক্ষণ–শিক্ষাদানের ক্ষেত্রে শান্তিনিকেতনে তথা সমগ্র বাঙলাদেশে তাকে একজন পথিকৃৎ বলা যেতে পারে। ‘শান্তিনিকেতন’ পত্রে এবং ছোটদের মাসিক পত্রিকা ‘মুকুল’-এ লিখতেন। রচিত গ্রন্থ; ‘হারানো ছেলে’ (অনুবাদ), ‘কুড়ানো ফুল’, ‘সূর্যচন্দ্রের কথা’।
পূর্ববর্তী:
« তুলসীদাস চট্টোপাধ্যায়
« তুলসীদাস চট্টোপাধ্যায়
পরবর্তী:
তোফায়েল উদ্দীন শাহ »
তোফায়েল উদ্দীন শাহ »
Leave a Reply