তুলসী লাহিড়ী (১৮৯৭ – ১৯৫৯) নলডাঙ্গা-রংপুর। সুরেন্দ্রনাথ। জমিদার পরিবারে জন্ম। গ্রামোফোন কোম্পানীর সার্থক সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় অভিনেতা এবং নাটক রচনা ও অভিনয় দিয়ে নাট্য আন্দোলনের বিশিষ্ট ব্যাক্তি। বি-এ, বি-এল, পাশ করে রংপুরে ওকালতি শুরু করেন। ১৯২৮ খ্রী. কলিকাতার আলিপুর কোর্টে ওকালতি করতে এলে, তার রচিত দুটি গানের রেকর্ড করেন জমিরুদ্দিন খাঁ। ক্রমে তিনি এইচ.এম.ভি. ও মেগাফোনে সঙ্গীত-পরিচালকের পদ লাভ করেন এবং আইনের পেশা ছেড়ে শিল্পজগতের সঙ্গে জড়িত হন। চিত্ৰজগতে প্রথম প্রবেশ নির্বাক যুগে। মঞ্চচিত্রাভিনেতা, নাট্যকার ও চিত্র-পরিচালক হিসাবে প্রভূত খ্যাতি অর্জন করেন। পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেন। ‘দুঃখীর ইমান’ ও ‘ছেড়া তার’—এই দুটি নাটক লিখে নাট্যকার হিসাবে প্রতিষ্ঠিত হন। নাটক দুখানি বাস্তব জীবনের ভিত্তিতে নাট্যসাহিত্য-রচনায় নূতন পরীক্ষা-নিরীক্ষার গোড়াপত্তনে সহায়তা করে। তার অন্যান্য রচনাঃ ‘মণিকাঞ্চন’, ‘একটি কথা’, ‘বাংলার মাটি’, ‘মায়া-কাজল’, ‘সাবিত্রী’, ‘বেজায় রগড়’, ‘রিক্তা’, ‘ঠিকাদার’, ‘মহাসম্পদ’, ‘চোরাবালি’, ‘সর্বহারা’, ‘পথিক’ প্রভৃতি। তার অনুজ গোপাল রেকর্ড জগতে প্রথম ক্ল্যারিওনেটে ক্লাসিকাল গানের সুর বাজান। তিনি এক অর্কেস্ট্রা গড়ে তুলেছিলেন। হরিমতীর নাচের গানে এই অর্কেস্ট্রা বাদ্য বিশেষ সাড়া জাগিয়েছিল।
পূর্ববর্তী:
« তুলসী দত্ত
« তুলসী দত্ত
পরবর্তী:
তুলসীচরণ গোস্বামী »
তুলসীচরণ গোস্বামী »
Leave a Reply