তুলসীদাস চট্টোপাধ্যায়। কলিকাতা। খ্যাতনামা বেহালাবাদক ও গায়ক। তার পিতামহ গঙ্গানারায়ণ ছিলেন কলিকাতার আদি ধ্রুপদী এবং যদুভট্টের সঙ্গীতগুরু। তুলসীদাসের গান শিক্ষা করেন প্ৰসিদ্ধ খেয়াল ও টপ্পাগায়ক রামকুমার মিশ্রের পুত্ৰ কেশলালের কাছে। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘সরল স্বরলিপি শিক্ষা’ (চার খন্ড)।
পূর্ববর্তী:
« তুলসীচরণ গোস্বামী
« তুলসীচরণ গোস্বামী
পরবর্তী:
তেজেশচন্দ্ৰ সেন »
তেজেশচন্দ্ৰ সেন »
Leave a Reply