তুলসী দত্ত (১৪-৫-১৮৯৪ – ২৫-৫-১৯৭৯) কলিকাতা। ‘আয়রন ওয়াল’ নামে পরিচিত কুমারটুলি ক্লাবের প্রখ্যাত ফুটবল খেলোয়াড়। ব্যাকে খেলতেন। ১৯১০ থেকে ১৯৩৫ খ্রী. এই ২৫ বছরের খেলোয়াড়-জীবনে তিনি কুমারটুলি দলেই ছিলেন। ১৯১০ খ্রী. কোচবিহার কাপের এক গুরুত্বপূর্ণ খেলায় আকস্মিকভাবে কুমারটুলি দলে অংশ নেবার সুযোগ হয় এবং মোহনবাগানের বিরুদ্ধে সেই খেলা থেকেই ঐ দলে তার স্থান হয়ে যায়। ওরিয়েন্টাল সেমিনারী থেকে ম্যাট্রিক পাশ করে বিদ্যাসাগর কলেজে পড়ার সময় তিনি কলেজের ফুটবল দলের সহ-অধিনায়ক ছিলেন; আর অধিনায়ক ছিলেন ১৯১১ খ্রী. মোহনবাগানের শীল্ড-বিজয়ী খেলোয়াড় রাজেন সেন। প্রধানতঃ তার ক্রীড়ানৈপুণ্যের জন্যই ১৯২০ খ্রী. কুমারটুলি দল আইএফ.এ. শীল্ড ফাইনালে উঠেছিল। ক্রিকেটও ভাল খেলতেন। ক্রিকেটে বেঙ্গল স্কুল দল এবং বেঙ্গল জিমখানার মিলিত দলে স্থান পেয়েছিলেন। ১৯২৪ খ্রী. মোহনবাগান ক্রিকেট দলের সঙ্গে মাদ্রাজ সফর করেন। ১৯২৫ খ্ৰী. ইস্টবেঙ্গল দলের সঙ্গে সিমলাতে ড়ুরাণ্ড কাপে খেলেছেন। এছাড়া হকি, টেনিস, ব্যাডমিন্টনও খেলতেন। অকৃতদার ছিলেন। নামী ব্যাডমিন্টন খেলোয়াড়। তপন দত্ত তাঁর ভ্রাতুষ্পুত্র।
পূর্ববর্তী:
« তুলসী চক্রবর্তী
« তুলসী চক্রবর্তী
পরবর্তী:
তুলসী লাহিড়ী »
তুলসী লাহিড়ী »
Leave a Reply