তুলসী চক্রবর্তী (১৮৯৯ – ১১.১২.১৯৬১) কলিকাতা। বাল্যকাল থেকেই নাট্যোৎসাহী ছিলেন। এই উদ্দেশ্যে পাড়ার শৌখিন নাট্যসংস্থাগুলিতে অভিনয় এবং সঙ্গে সঙ্গে শরীরচর্চাও করতেন। প্রসিদ্ধ ‘বোসেজ সার্কাসে’ যোগ দিয়ে কিছুদিন দৈহিক খেলা দেখান। দীর্ঘ চল্লিশ বছরের অভিনয়-জীবনে তাঁর অভিনীত ছবি ও নাটকের সংখ্যা তিনশতাধিক। কৌতুকভিনেতা হিসাবে তার সমকক্ষ তখন প্ৰায় ছিলই না। সত্যজিৎ রায় পরিচালিত ‘পরশ পাথর’ চলচ্চিত্রে প্রধান ভূমিকায় তার অভিনয় স্মরণীয়।
পূর্ববর্তী:
« তুর্কান শাহ
« তুর্কান শাহ
পরবর্তী:
তুলসী দত্ত »
তুলসী দত্ত »
Leave a Reply