তিনকড়ি মুখোপাধ্যায় (১৮৫৪ – ১৯৩৪)। খ্যাতনামা কবি। রচিত ‘শশিপ্রভা’ নাটকটি এককালে যথেষ্ট সমাদৃত হয়েছিল। ‘প্রভাতী’ সংবাদপত্রটি তার সম্পাদনায় বিশেষ প্রতিষ্ঠা লাভ করে। কিছুদিন ‘বসুমতী’ পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেন এবং কয়েক বছর ‘বঙ্গবাসী’ পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকার সঙ্গে সাহিত্যিক যোগাযোগ ছিল। কম্যুনিস্ট নেতা হীরেন মুখার্জী তাঁর পৌত্র।
পূর্ববর্তী:
« তিনকড়ি বন্দ্যোপাধ্যায়
« তিনকড়ি বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
তিলোত্তমা মজুমদার »
তিলোত্তমা মজুমদার »
Leave a Reply