তিনকড়ি চট্টোপাধ্যায়। বৈপ্লবিক চিন্তাধারাকে কালোপযোগী সংগঠনে রূপদান করার চেষ্টায় তিনি শরীরচর্চার জন্য চন্দননগরে ও হুগলীর আশেপাশে আখড়া স্থাপনের দায়িত্ব গ্ৰহণ করেন। এই আখড়া স্থাপন ও ফরাসী কাগজে ভারতীয় সংবাদ প্ৰকাশ করার জন্য ইংরেজ সরকারের কোপদৃষ্টিতে পড়ে সাত বছর পন্ডিচেরীতে পালিয়ে থাকতে বাধ্য হন। পরবর্তী কালে স্থায়িভাবে গুপ্তসমিতি প্রতিষ্ঠিত হলে তিনি অতি বৃদ্ধ বয়সে তার পুত্রসহ সেই সমিতিতে যোগ দিয়েছিলেন। ভূদেব মুখোপাধ্যায়ের তিনি ভাগিনেয়।
পূর্ববর্তী:
« তিনকড়ি
« তিনকড়ি
পরবর্তী:
তিনকড়ি বন্দ্যোপাধ্যায় »
তিনকড়ি বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply