তিনকড়ি (আনু ১৮৭০ – ১৯১৭) কলিকাতা। বারবনিতার ঘরে জন্ম। থিয়েটারের প্রতি বাল্যাবধি আকর্ষণ ছিল। ‘বিল্বমঙ্গল’ নাটকে (১৮৮৬) নির্বাক সখীর ভূমিকায় প্রথমে ষ্টারে যোগ দেন। এরপর বীণা থিয়েটারে ‘মীরাবাঈ’ নাটকে নামভুমিকায় অভিনয় করেন। নিজের সম্বন্ধে রচনায় বলেন, ‘এই সময় মাহিনা ছিল কুড়ি টাকা। কোন ধনী ব্যক্তির আশ্রয়ে মাসিক দুশো টাকায় থাকিবার আহ্বান প্রত্যাখ্যান করার জন্য নিজ মাতা কর্তৃক প্রহৃত হই’। ক্রমে এমারেল্ড থিয়েটার ও সিটি থিয়েটারে অভিনয় করেন। গিরিশচন্দ্রের আহ্বানে মিনার্ভা থিয়েটারে এসে লেডি ম্যাকবেথের ভূমিকায় অভিনয় করে (২৮.১.১৮৯৩) বিখ্যাত হন। এরপর মুকুলমুঞ্জরা নাটকে ‘তারা’র ভূমিকায় অভিনয় করে গিরিশচন্দ্রের অভিনন্দন পান — ‘বঙ্গরঙ্গমঞ্চে শ্ৰীমতী তিনকড়িই এখন সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী’। ক্ৰমে ‘জনা’, ‘করমেতি বাঈ’ প্রভৃতি ভূমিকায় অভিনয় করে কলিকাতার ধনী রসিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেন। দীর্ঘদিন রঙ্গালয়ে সম্মানিত প্ৰধানা অভিনেত্রী ছিলেন। জীবনে বহু অর্থ উপার্জন করেছেন, আবার দানও করেছেন। তার দুখানি বাড়ি তিনি বড়বাজার হাসপাতালকে উইল করে দিয়ে যান।
পূর্ববর্তী:
« তিতুমীর
« তিতুমীর
পরবর্তী:
তিনকড়ি চট্টোপাধ্যায় »
তিনকড়ি চট্টোপাধ্যায় »
Leave a Reply