তাহির মহম্মদ। সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত-রচয়িতা। প্ৰাচীন সঙ্গীতের ইতিহাসমূলক গ্ৰন্থ ‘রাগনামা’য় তাঁর রচনা আছে। গ্ৰন্থটিতে প্ৰাচীন রাগ ও তালের জন্ম, গৎ, রাগের ধ্যান এবং প্রত্যেক রাগ অনুযায়ী এক-একটি গান লিপিবদ্ধ আছে। ধ্যানগুলি সংস্কৃত ভাষা থেকে গৃহীত হলেও নীচে তার বঙ্গানুবাদ দেওয়া আছে। এই গ্রন্থে সন্নিবিষ্ট গানগুলির ভণিতায় তাহির মহম্মদ ‘আলী মিঞা’ ও ‘আলাওলে’র নাম পাওয়া যায়।
পূর্ববর্তী:
« তারেক মাসুদ
« তারেক মাসুদ
পরবর্তী:
তিতুমীর »
তিতুমীর »
Leave a Reply