তারিণীচরণ শিরোমণি, মহামহোপাধ্যায় (আনুমানিক ১২২৮ – ১২৯৭ বঙ্গাব্দ) গোড়াইল–ফরিদপুর। বৈদ্যনাথ বিদ্যারত্ন ভট্টাচাৰ্য। অমরকোষের বিখ্যাত টীকাকার রঘুনাথ শিরোমণি চক্রবর্তীর বংশধর। তিনি বিক্রমপুর পুরাপাড়া-নিবাসী বিখ্যাত স্মার্ত দীননাথ ন্যায়পঞ্চাননের নিকট সমগ্ৰ নব্যস্মৃতি অধ্যয়ন করে ‘শিরোমণি’ উপাধি লাভ করেন। নিজ বাড়িতে চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা শুরু করে অধ্যাপক হিসাবে খ্যাতিমান হন। একবার নবদ্বীপে সমস্ত পণ্ডিত-সমাজের মিলিত বিচার-সভার অনুষ্ঠানে বিচারে জয়লাভ করে তিনি পূর্ব ও পশ্চিমবঙ্গের ‘দ্বিতীয় রঘুনন্দন’ নামে অভিহিত হন। ১৮৮৭ খ্রী. সর্বপ্রথম প্রদত্ত ‘মহামহোপাধ্যায়’ উপাধি-প্রাপকদের মধ্যে তিনি অন্যতম। তিনি কোন গ্ৰন্থ রচনা করেন নি; কিন্তু তার রচিত নব্যস্মৃতিশাস্ত্ৰ–সম্বন্ধীয় পত্রিকা পূর্ববঙ্গে ছাত্র–পরম্পরায় বিশেষ প্রচলিত।
পূর্ববর্তী:
« তারিণীচরণ মিত্র
« তারিণীচরণ মিত্র
পরবর্তী:
তারিণীপ্ৰসন্ন মজুমদার »
তারিণীপ্ৰসন্ন মজুমদার »
Leave a Reply