তারিণীচরণ মিত্র (আনু. ১৭৭২ – ১৮৩৭) কলিকাতা। দুর্গাচরণ। ইংরেজী, উর্দু, হিন্দী, আরবী ও ফারসী ভাষায় সুপণ্ডিত ও বিদ্যোৎসাহী ছিলেন। কলিকাতা স্কুল বুক সোসাইটির সভ্য ও পরে সম্পাদক হন। ১৮০১ খ্রী. তিনি ফোর্ট উইলিয়ম কলেজের হিন্দুস্থানী বিভাগে দ্বিতীয় মুনশীর পদে নিযুক্ত হয়ে ১৮০৯ খ্রী. হেড মুনশীর পদ লাভ করেন এবং ১৮৩০ খ্রী পর্যন্ত ঐ পদে অধিষ্ঠিত থাকেন। ঐ পদে থাকা কালেই ১৮২৮ খ্রী. জুরী নির্বাচিত হয়েছিলেন। সরকারী কর্মে অবসর-গ্রহণের পর কাশীরাজের কর্মচারী নিযুক্ত হন। রাধাকান্ত দেব ও রামকমল সেনের সহযোগিতায় ঈশপের গল্পের অনুবাদ, ‘নীতিকথা’ এবং সম্ভবত ১৮৩৩ খ্রী Oriental Fabulist-এর অনুবাদ বাংলা, ফারসী ও হিন্দুস্থানীতে প্ৰকাশ করেন। সংস্কৃত কলেজে বাঙালী ও হিন্দুস্থানী প্রধান ব্যক্তিদের সমবায়ে প্রতিষ্ঠিত ‘ধৰ্মসভা’র (১৮৩০) সভ্য ছিলেন। এই সভা সতীদাহ নিবারণ আইনের বিরোধী ছিল। সতীদাহের পক্ষে তিনি প্ৰবন্ধ লিখেছিলেন। বারাণসীতে মৃত্যু।
পূর্ববর্তী:
« তারিণীচরণ চট্টোপাধ্যায়
« তারিণীচরণ চট্টোপাধ্যায়
পরবর্তী:
তারিণীচরণ শিরোমণি, মহামহোপাধ্যায় »
তারিণীচরণ শিরোমণি, মহামহোপাধ্যায় »
Leave a Reply