তারিণীচরণ চট্টোপাধ্যায় (১২৩৯ – ১৩০৩ ব.) নবদ্বীপ। শশিশেখর। কৃষ্ণনগর কলেজে শিক্ষাপ্রাপ্ত হয়ে প্ৰথমে সৈনিক বিভাগে নিযুক্ত হন। পরে কিছুদিন শিক্ষকতা করে অবশেষে সংস্কৃত কলেজের অধ্যাপক হন। সমাজ-সংস্কারক। নবদ্বীপ হিন্দু স্কুল ও তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ‘ভূগোল বিবরণ’ (১৮৫৩), ‘ভূগোল প্ৰকাশ’, ‘ভারতের ইতিহাস’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা।
পূর্ববর্তী:
« তারিণীকুমার গুপ্ত
« তারিণীকুমার গুপ্ত
পরবর্তী:
তারিণীচরণ মিত্র »
তারিণীচরণ মিত্র »
Leave a Reply