তারিণীকুমার গুপ্ত (১৮৫০ – ১.১.১৯২৪) সরমহল — বরিশাল। রামকৃষ্ণ। স্বাধীনতা সংগ্ৰামী, সমাজসেবী ডাক্তার। দরিদ্র পরিবারে জন্ম। বরিশাল জেলা স্কুল থেকে স্বর্ণপদকসহ প্ৰবেশিকা পাশ করেন (১৮৭৪)। কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে এল.এম.এস পাশ করে ১৮৮০ খ্রী. বরিশালে চিকিৎসা ব্যবসায় আরম্ভ করেন এবং জেলার সর্বত্ৰ সুচিকিৎসকরূপে বিশেষ খ্যাতিমান হন। বিনা পারিশ্রমিকে তিনি বহু দরিদ্রের সেবা করেছেন। মিউনিসিপ্যাল কমিশনার ও চেয়ারম্যানরূপে সংক্ৰামক রোগীর বাড়িতে নিজে গিয়ে বিনা ফিতে চিকিৎসা করতেন। শহরের অন্যতম বিশিষ্ট ব্যক্তি হলেও তিনি রাজপুরুষদের সঙ্গে দেখা করতে সম্মত হন নি। নির্ভীক, তেজস্বী ও অনাড়ম্বর জীবনের এই নেতা বরিশালের সকল কাজেই অশ্বিনীকুমার দত্তের সহকর্মী এবং বরিশাল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন। চিকিৎসার জন্য অশ্বিনীকুমার কলিকাতায় গেলে ৭২ বছর বয়সে তিনি কংগ্রেসের সভাপতির কাজ যোগ্যতার সঙ্গে সম্পাদন করেন।
পূর্ববর্তী:
« তারিণী সেন
« তারিণী সেন
পরবর্তী:
তারিণীচরণ চট্টোপাধ্যায় »
তারিণীচরণ চট্টোপাধ্যায় »
Leave a Reply