তারাশঙ্কর তর্করত্ন (? – ১৫.১১.১৮৫৮) কাঁচকুলি — নদীয়া। মধুসূদন চট্টোপাধ্যায়। কলিকাতা সংস্কৃত কলেজের কৃতী ছাত্র। বহু বৃত্তি ও পুরস্কার লাভ করেন। ১২ নভেম্বর ১৮৫১ খ্ৰী. বিদ্যাসাগর মহাশয়ের সুপারিশে সংস্কৃত কলেজে গ্রন্থাগারিকের পদ পান এবং বিদ্যাসাগর মহাশয় অ্যাসিস্টেন্ট ইনস্পেক্টর অফ স্কুলস নিযুক্ত হলে তাকে সাব-ইনস্পেক্টর নিযুক্ত করেন। রচিত গ্ৰন্থ : ‘ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা’, ‘পশ্বাবলী’, ‘কাদম্বরী’ (১৮৫৪, বঙ্গানুবাদ), ‘রাসেলাস’ (ইংরেজীর অনুবাদ)। স্বল্পায়ু এই পণ্ডিত ৩০ বছর বয়সের আগেই মারা যান।
পূর্ববর্তী:
« তারাপদ সাঁতরা
« তারাপদ সাঁতরা
পরবর্তী:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় »
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply