তারাদাস মুখোপাধ্যায় (২.১২.১৯০৫ – ৫.৭.১৯৩৩) কৃষ্ণনগর–নদীয়া। হরিভূষণ। ১৯২৬ খ্রী বিপ্লবী দলে যোগ দেন। লাহোর জেলে বিপ্লবী নেতাদের অনশনের (১৯২৯) সমর্থনে বিক্ষোভ-প্ৰদৰ্শনে অংশগ্রহণ করায় ধরা পড়ে প্রায় দু’বছর বিনা বিচারে আটক থাকেন। বিপ্লবী কাজে যুক্ত থাকার জন্য ১৯৩০ খ্রী পুনরায় গ্রেপ্তার হন। জেলে তার শরীর ও মনের ওপর প্রচণ্ড অত্যাচারের ফলে উন্মাদ হয়ে বারিপোদায় আত্মহত্যা করেন।
পূর্ববর্তী:
« তারাদাস ভট্টাচাৰ্য
« তারাদাস ভট্টাচাৰ্য
পরবর্তী:
তারানাথ তর্কবাচস্পতি »
তারানাথ তর্কবাচস্পতি »
Leave a Reply