তারাদাস ভট্টাচাৰ্য (? – ১৫.১২.১৯৫০)। ছাত্রাবস্থায় রাজনীতিতে প্ৰবেশ করে তিনি প্ৰথমে মানবেন্দ্রনাথ রায়ের দলভুক্ত হন ও শ্রমিক আন্দোলনে যুক্ত থাকেন। ‘ভারত-ছাড়’ আন্দোলনে কারারুদ্ধ হন। ভারত স্বাধীন হবার পর নেপালে গণ-অভুত্থান শুরু হলে বাঙলার বিপ্লবীদের কাছে সাহায্যের আবেদন আসে। অস্ত্ৰ-শস্ত্ৰ প্ৰস্তৃতির এবং বোমা তৈরীর জন্য তিনি নেপালে যান। বোমা প্ৰস্তুতের সময় বিস্ফোরণের ফলে মারা যান।
পূর্ববর্তী:
« তারাচাঁদ দত্ত
« তারাচাঁদ দত্ত
পরবর্তী:
তারাদাস মুখোপাধ্যায় »
তারাদাস মুখোপাধ্যায় »
Leave a Reply