তারকেশ্বর দস্তিদার (? – ১২.১.১৯৩৪) সারোয়াতলী — চট্টগ্রাম। চন্দ্রমোহন। গুপ্ত বিপ্লবী দলের সভ্য তারকেশ্বর ১৮ এপ্রিল ১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের অন্যতম ছিলেন। প্রধান নেতা সূর্য সেন ধরা পড়লে তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির নেতৃত্ব নিয়ে আন্ডারগ্রাউন্ডে থেকে বিপ্লব পরিচালনা করেন। ১৯ মে ১৯৩৩ খ্রী. গহিড়ায় পূর্ণ তালুকদারের বাড়িতে পুলিসের সঙ্গে সংঘর্ষের সময় গ্রেপ্তার হন। চট্টগ্রাম জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« তারকনাথ সেন
« তারকনাথ সেন
পরবর্তী:
তারকেশ্বর সেন »
তারকেশ্বর সেন »
Leave a Reply