তারকনাথ সেন (১৯০৯ – ১১.১.১৯৭১) এম-এ পর্যন্ত সমস্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৩৩–৩৪ খ্রী তিনি বেঙ্গল এড়ুকেশন সার্ভিসে যোগ দেন। প্রেসিডেন্সী কলেজে এমেরিটাস প্রফেসররূপে দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করে ১৯৬৯ খ্রী. অবসর-গ্ৰহণ করেন। চির রুগ্ন থাকাসত্ত্বেও পাণ্ডিত্য এবং অধ্যাপনার গুণে ছাত্র ও সহকর্মীদের অত্যন্ত প্রিয় ছিলেন। ফরাসী, ইতালীয়, জার্মান প্রভৃতি ভাষাগুলিতে তার প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। ‘A Literary Miscellany’ মৃত্যুর পরে প্ৰকাশিত তার একটি প্ৰবন্ধ-সঙ্কলন।
পূর্ববর্তী:
« তারকনাথ বিশ্বাস
« তারকনাথ বিশ্বাস
পরবর্তী:
তারকেশ্বর দস্তিদার »
তারকেশ্বর দস্তিদার »
Leave a Reply