তারকনাথ বিশ্বাস (১২৬৪ – ১৩৪৪ ব.) বালোড়–হুগলী। দিগম্বর। ‘উপন্যাস লহরী’ (মাসিক, ১২৯৩ বঙ্গাব্দ), ‘আদরিণী’ (মাসিক, ১২৮৭ বঙ্গ) ও ‘Registration Journal’ পত্রিকার সম্পাদক ছিলেন। ‘বিরজা’, ‘গিরিজা’, ‘মহামায়া’, ‘রাণা প্রতাপসিংহ’, ‘Reference Book of Registering Officers’, ‘The Registration Act’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা। বঙ্কিমচন্দ্রের সমসাময়িক এই লেখকের গ্ৰন্থাবলী এককালে অত্যন্ত জনপ্রিয় ছিল। রচিত গ্রন্থের সংখ্যা তেষট্টি।
পূর্ববর্তী:
« তারকনাথ বাগচী
« তারকনাথ বাগচী
পরবর্তী:
তারকনাথ সেন »
তারকনাথ সেন »
Leave a Reply