তারকনাথ বাগচী (১৮৮৪? – ২০.২.১৯৬৯)। দেবকণ্ঠ বাগচী সরস্বতী। বাংলা চলচ্চিত্রের প্রথম যুগ থেকে জে.এফ. ম্যাডান, ঈস্ট ইন্ডিয়া স্টুডিও, করিস্থিয়ান থিয়েটার, অ্যালফ্রেড থিয়েটার ও বাঙলা ও বোম্বাই-এর বহু চলচ্চিত্র ও নাট্যসংস্থা, যাত্রাপার্টি প্রভৃতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিই প্রথম এদেশে সম্পূর্ণ নূতন ধরনের নির্বাক অঙ্গাভিনয় (মূকাভিনয়) দেখিয়ে অগণিত দর্শককে আনন্দ দান করেছেন।
পূর্ববর্তী:
« তারকনাথ প্ৰমাণিক
« তারকনাথ প্ৰমাণিক
পরবর্তী:
তারকনাথ বিশ্বাস »
তারকনাথ বিশ্বাস »
Leave a Reply