তারকনাথ পালিত, স্যার (১৮৩১ – ৩.১০.১৯১৪) কলিকাতা। ক্রোড়পতি কালীশঙ্কর। হিন্দু কলেজে প্রথম বাঙালী সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী ছিলেন। ১৮৭১ খ্রী. ইংল্যাণ্ড থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফিরে আইন ব্যবসায়ে প্রভূত যশ ও অর্থ উপাৰ্জন করেন। ন্যাশনাল কাউন্সিল অফ এড়ুকেশনের অক্লান্ত কর্মী এবং অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। পরে মতভেদের জন্য সেখান থেকে পদত্যাগ করেন। দেশে উচ্চতর বিজ্ঞানচর্চার প্রতিবন্ধকতা দূর করার জন্য সারা জীবনের উপার্জিত ১৫ লক্ষ টাকা কলিকাতা বিশ্ববিদ্যালয়কে রসায়ন ও পদার্থ-বিজ্ঞান শিক্ষার জন্য দান করেন। দানপত্রে সর্ত ছিল–অধ্যাপককে ভারতীয় হতে হবে। না পাওয়া গেলে দেশীয় মেধাবী ও কৃতী অধ্যাপককে শিক্ষা ও অভিজ্ঞতা লাভের জন্য বিদেশে পাঠিয়ে অধ্যাপনা করাতে হবে। তার দানকৃত অর্থ ও স্যার রাসবিহারী ঘোষের অর্থে কলিকাতা সায়েন্স কলেজ প্রতিষ্ঠিত হয়। তার কন্যা লিলিয়ান বাসন্তী ললনা (১৮৭৯ – ?) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ঈশান স্কলার।
পূর্ববর্তী:
« তারকনাথ দাস
« তারকনাথ দাস
পরবর্তী:
তারকনাথ প্ৰমাণিক »
তারকনাথ প্ৰমাণিক »
Leave a Reply