তরু দত্ত (৪.৩.১৮৫৬ – ৩০.৮.১৮৭৭) কলিকাতা। গোবিন্দচন্দ্র। রামবাগানের দত্ত পরিবারের এই গোষ্ঠী ১৮৬২ খ্ৰী. খ্ৰীষ্টধর্মে দীক্ষিত হন। এই তরুণী কবি ফ্রান্সের নীসের এক পাসিয়নাতে এবং পরে কেমব্রিজে শিক্ষালাভ করেন। ১৮৬৯ থেকে ১৮৭৩ খ্রী. ইউরোপে বাস করে পরিবারের সঙ্গে দেশে ফেরেন। কলিকাতায় এসে তিনি সংস্কৃত শিক্ষায় মন দেন। তার প্রথম প্রকাশিত রচনা ‘Lelonte de lisle’ ফরাসী কবির কাব্য আলোচনা (বেঙ্গল ম্যাগাজিনে প্ৰকাশিত)। ক্রমে ফরাসী কবির সনেটের ইংরেজী অনুবাদ ও স্বরচিত ইংরেজী গল্পের অংশ প্ৰকাশিত হয়। ৭০/৮০ জন ফরাসী কবির কবিতা ইংরেজীতে অনুবাদ করে তিনি ‘A Sheaf Gleaned in French Field’ নামে গ্রন্থটি ১৮৭৬ খ্রী প্রকাশ করেন। এর আটটি কবিতা অনুবাদ করেছিলেন তার অনুজা অরু। এই সময় থেকেই তার কবিখ্যাতির সূত্রপাত। তিনি বিখ্যাত ইংরেজ ও ফরাসী সমালোচকদের প্রশংসা লাভ করেন ও ফরাসী প্রাচ্যতত্ত্ববিদ Clarisse Bader-এর সঙ্গে তাঁর পত্রালাপ হয়। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘Ancient Ballads and Legends of Hindusthan’ ১৮৮২ খ্রী প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থ ভারতে ইংরেজী ভাষায় লেখা কবিতার ইতিহাসে নুতন যুগের সূচনা করে। রিচার্ড গার্নেট সম্পাদিত ‘The World Classics’ গ্রন্থে তরু দত্তের কয়েকটি কবিতা সঙ্কলিত হয়েছিল। ১৮৭৮ খ্রী. ‘Binaca’ নামে তার একটি উপন্যাস ‘বেঙ্গল ম্যাগাজিন’ পত্রিকায় প্রকাশিত হয়। অপর বিখ্যাত উপন্যাস ‘Le Journal de Mademoiselle d’Arvers’ তাঁর মৃত্যুর পর প্যারি শহর থেকে ১৮৭৯ খ্রী. প্ৰকাশিত হয়েছিল। জার্মান ভাষাও জানতেন। মাত্র ২১ বছর বয়সে যক্ষ্মারোগে মারা যান।
পূর্ববর্তী:
« তমিজখান, ডাঃ, খান বাহাদুর
« তমিজখান, ডাঃ, খান বাহাদুর
পরবর্তী:
তরুণ কুমার »
তরুণ কুমার »
Leave a Reply