তফাজ্জল হোসেন (তোফাজ্জল) (১৯১১ – ৩১.৫.১৯৬৯) ভাণ্ডারিয়া — বরিশাল। আদি নিবাস ফরিদপুর। মোসলেমউদিন মিয়া। বরিশাল ব্ৰজমোহন কলেজ থেকে ডিস্টিংশন সহ বি.এ. পাশ করেন। বাঙলা সরকারের জেলা সংযোগ অফিসার ছিলেন। প্ৰাদেশিক মুসলিম লীগের অফিস সেক্রেটারীও ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হবার পর কলিকাতা থেকে মুসলীম লীগ অফিস ঢাকায় স্থানান্তরিত হয়। তিনি তখন মুসলিম লীগ পরিত্যাগ করে দৈনিক ‘ইত্তেহাদ’ পত্রিকার পরিচালনা বিভাগে যোগদান করেন (১৯৪৮)। পরে ১৯৫১ খ্রী. পূর্ব-পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের মুখপত্ৰ সাপ্তাহিক ‘ইত্তেফাক’-এর সম্পাদনার ভার গ্রহণ করেন এবং ‘মুসাফির’ ছদ্মনামে ‘রাজনৈতিক ধোয়াসা’ শিরোনামায় নিবন্ধ রচনা শুরু করেন। পরবর্তী পর্যায়ে ২৪ ডিসেম্বর ১৯৫৩ খ্রী. ‘ইত্তেফাক’ দৈনিক পত্রিকারূপে আত্মপ্ৰকাশ করে এবং তিনি তার সম্পাদক হন। ১৯৫২ খ্রী তিনি এশীয়-প্ৰশান্ত মহাসাগরীয় শান্তি সম্মেলনে যোগদানের জন্য চীন সফর করেন। ১৯৫৭–৫৮ খ্রী দুই বছরের জন্য পিআইএ-র ডিরেক্টর মনোনীত হন। ১৯৫৮ খ্রী দেশে সামরিক শাসন জারী হলে তিনি ২৮ সেপ্টেম্বর ১৯৫৯ খ্রী. গ্রেপ্তার হন। কিন্তু সামরিক আদালতের বিচারে মুক্তিলাভ করেন। ১৯৬১ খ্ৰী পাকিস্তানস্থ আই.পি.আই-এর চেয়ারম্যানের দায়িত্ব গ্ৰহণ করেন। ৬ ফেব্রুয়ারী ১৯৬২ খ্রী. তিনি দ্বিতীয়বার জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং ঐ বছরের ১৪ আগস্ট মুক্তি পান। ১৯৬৪ খ্ৰী. দাঙ্গাবিরোধ কমিটির প্রথম সভায় তিনি সভাপতিত্ব করেন। ১৫ জুন ১৯৬৬ খ্রী তিনি আবার গ্রেপ্তার হন এবং ১৯৬৭ খ্রী. মুক্তি পান। নির্ভীক সাংবাদিক এবং মানিক মিয়া নামে পরিচিত ও মুশাফির নামে বিখ্যাত ছিলেন।
পূর্ববর্তী:
« তপনমোহন চট্টোপাধ্যায়
« তপনমোহন চট্টোপাধ্যায়
পরবর্তী:
তমিজখান, ডাঃ, খান বাহাদুর »
তমিজখান, ডাঃ, খান বাহাদুর »
Leave a Reply