তনয়েন্দ্রনাথ ঘোষ (১.৪.১৮৯৫ – ৮.৪.১৯৫৮) কোড়ামারা–খুলনা। স্ফটিকচন্দ্ৰ। ইংরেজীতে এম-এ পাশ করে কিছুদিন স্বগ্রামের নিকটবতী রাংদিয়া উচ্চ ইংরেজী বিদ্যালয়ের প্রধানশিক্ষক ছিলেন। ১৯২৬ খ্রী. শান্তিনিকেতনে বিশ্বভারতী পাঠভবনে শিক্ষকরূপে যোগ দিয়ে আমৃত্যু কর্মরত থাকেন। শিক্ষকতাকে তিনি ব্ৰত-হিসাবে গ্রহণ করেছিলেন। তার দৃষ্টিতে শিশু ও কিশোরদের শিক্ষাদানের মর্যাদা ছিল গবেষণা কিংবা শিল্পসাধনার সমান। ‘বিশ্বভারতী নিউজ’, ‘বিশ্বভারতী কোয়ার্টারলি’, ‘জয়শ্ৰী’ ও ‘দেশ’ পত্রিকায় শিক্ষা-বিষয়ে তার কয়েকটি প্ৰবন্ধ প্ৰকাশিত হয়েছে।
Leave a Reply