তটিনী দাস (২৮.৮.১৮৯৫ – ১৬.১০.১৯৫৩) ঢাকায় জন্ম। পিতা শ্যামাচরণ গুপ্ত বেথুন স্কুলের হেডমাস্টার ছিলেন। কৃতী ছাত্রী ও শিক্ষাবিদ। ১৯২২ খ্ৰী. বিহারের আরা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় ২য়, ১৯১৪ খ্রী. রেকর্ড মার্কস পেয়ে আই.এ. পরীক্ষায় প্রথম এবং ১৯১৬ খ্রী. সংস্কৃতে ১ম শ্রেণীর অনার্স নিয়ে স্নাতক হন। ১৯১৮/১৯ খ্রী. দর্শন শাস্ত্ৰে পণ্ডিত সরোজকুমার দাসের সঙ্গে বৈদিক মতে তাঁর বিবাহ হয়। প্রথম পুত্রের জন্মের পর (১৯২৪) দৰ্শনশাস্ত্রে ২য় স্থান অধিকার করে এম-এ পাশ করেন। ১৯২৬–২৯ খ্রী. ইংলন্ডে থাকেন। দেশে ফিরে ১৯৩২ খ্রী. অধ্যাপক হিসাবে বেথুন কলেজে যোগ দেন এবং ১৯৩৪ খ্রী. কলেজের অধ্যক্ষ হয়ে ১৯৫০ খ্রী. অবসর গ্রহণ করেন। তার নেতৃত্বে বেথুন স্কুল শতবার্ষিক অনুষ্ঠান উদযাপিত হয়। তিরিশের দশকে ‘নারী শিক্ষা প্রতিষ্ঠান’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করে বহু গরীব ছাত্রছাত্রীকে সাহায্য করেছেন। ব্ৰাহ্ম আচাৰ্য গিরিশচন্দ্ৰ মজুমদার তার মাতামহ এবং বিপ্লবী অশ্বিনী গুপ্ত তার ভ্রাতা।
পূর্ববর্তী:
« ডোম আন্তোনিয়ো বা দোম আন্তোনিয়ো-দো-রোজারিও
« ডোম আন্তোনিয়ো বা দোম আন্তোনিয়ো-দো-রোজারিও
পরবর্তী:
তনয়েন্দ্রনাথ ঘোষ »
তনয়েন্দ্রনাথ ঘোষ »
Leave a Reply