জ্যোতিষচন্দ্ৰ সিংহ (১৮৯৩ – ১৯৩৬) চন্দননগর। গোবিন্দলাল। প্রতিবেশী বিপ্লবী রাসবিহারী বসুর সঙ্গে দুঃসাহসিক কাজে যুক্ত ছিলেন। ১৯১২ খ্ৰী দিল্লীতে লর্ড হার্ডিঞ্জের উপর যে বোমাটি নিক্ষিপ্ত হয়েছিল তা তিনিই রাসবিহারীর কাছে পৌছে দিয়েছিলেন। রাসবিহারীর পলাতক অবস্থায় তাকে নানাভাবে সাহায্য করেছেন। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে স্বেচ্ছাসেবকরূপে যোগ দেন এবং ভার্দুন-বিজয়ে অংশগ্রহণ করেছিলেন। ১৯২৮ খ্রী জাপানে গিয়ে রাসবিহারীর সঙ্গে চন্দননগরের বৈপ্লবিক সম্পর্ক পুনরুজ্জীবিত করেন। মতবাদের দিক থেকে গান্ধীজীর অনুগামী না হয়েও ১৯৩০ খ্রী. আইন অমান্য আন্দোলনে মেদিনীপুর অঞ্চলে নেতৃত্ব দিয়েছিলেন। কমিউনিস্ট পার্টি গড়ার প্রথম যুগে তিনি ঐ পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পথ-দুর্ঘটনায় মৃত্যু।
পূর্ববর্তী:
« জ্যোতিষচন্দ্ৰ পাল
« জ্যোতিষচন্দ্ৰ পাল
পরবর্তী:
জয় গোস্বামী »
জয় গোস্বামী »
Leave a Reply