জ্যোতিষচন্দ্ৰ পাল (? – ৪.১২.১৯২৪) কমলাপুর–নদীয়া। মাধবচন্দ্ৰ। বিপ্লবী বাঘা যতীনের দলের সভ্য হিসাবে সেপ্টেম্বর ১৯১৫ খ্রী. উড়িষ্যার বালেশ্বরের সমুদ্র উপকূলে জার্মান জাহাজ ম্যাভেরিক থেকে অস্ত্রশস্ত্র ও গোলা-বারুদ সংগ্রহের কাজে তিনি যুক্ত ছিলেন। কপ্তিপোদায় পুলিসের সঙ্গে সংঘর্ষে অংশগ্রহণ করেন। ধরা পড়ে যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত হন। পুলিসের নির্মম অত্যাচারে আন্দামান সেলুলার জেলে কুঠরীবদ্ধ অবস্থায় উন্মাদ হয়ে যান। বহরমপুর উন্মাদ আশ্রমে তার মৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« জ্যোতিষচন্দ্ৰ জোয়ারদার
« জ্যোতিষচন্দ্ৰ জোয়ারদার
পরবর্তী:
জ্যোতিষচন্দ্ৰ সিংহ »
জ্যোতিষচন্দ্ৰ সিংহ »
Leave a Reply