জ্যোতিষ ঘোষ (১১.১২.১৮৮৩ – ১৩.৩.১৯৭১) দত্তপাড়া–বর্ধমান। প্রেসিডেন্সী কলেজ থেকে এম-এ–পাশ করে প্রথমে বাঁকিপূর কলেজে, পরে হুগলী মহসীন কলেজে, সুরেন্দ্রনাথ কলেজে ও বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে অধ্যাপনা করেন। তিনি ইংরেজ সরকারের রিসলে সার্কুলারের বিরোধিতা করেন ও ছাত্রদের রাজনৈতিক আন্দোলনে অংশগ্ৰহণ করার অধিকার অর্জনের জন্য সচেষ্ট হন। ফলে সরকারের রোষদৃষ্টিতে পড়েন। অরবিন্দের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ১৯০৫ খ্রী থেকে রাজনৈতিক জীবন শুরু করে বিভিন্ন দফায় ২০ বছর কারাদণ্ড ভোগ করেন। ১৯২৪ খ্রী. তিনি সুভাষচন্দ্রের সঙ্গে মান্দালয় জেলে বন্দী ছিলেন। অত্যাচারের ফলে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। ১৯২৮ খ্রী. জেল থেকে ছাড়া পেয়ে চুচুড়া দেশবন্ধু স্কুলের প্রধান শিক্ষকপদে নিযুক্ত হন। ঐ বছর চট্টগ্রাম যুক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন। ১৯৩০ খ্রী. শেষের দিকে ব্ৰহ্মদেশে যে বিদ্রোহ আরম্ভ হয়। সেই বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করে যুগপৎ বাংলাদেশেও বৈপ্লবিক উত্থানের চেষ্টা করে অসফল হন। ১৯৪০ খ্রী. ঢাকায় বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্ৰীয় সম্মেলনের অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রাদেশিক ফরোয়ার্ড ব্লকের সভাপতি এবং ১৯৪৬ ও ১৯৫২ খ্রী. দুবার রাজ্য বিধানসভার সদস্য হয়েছিলেন। রচিত গ্ৰন্থ : ‘Lifework of Shree Aurobindo’। তিনি ‘মাস্টারমশাই’ নামে পরিচিত ছিলেন।
পূর্ববর্তী:
« জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায়
« জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
জ্যোতিষচন্দ্র রায় »
জ্যোতিষচন্দ্র রায় »
Leave a Reply