জ্যোতির্মালা দেবী (১৯০৩ – ১৪.১১.১৯৮১) সাতবাড়িয়া–চট্টগ্রাম। নগেন্দ্রনাথ চৌধুরী। ‘বিলাত দেশটা মাটির’ গ্রন্থের রচয়িত্রী, সুলেখিকা। প্রকৃত নাম জ্যোতির্ময়ী। ১৯২৪ খ্রী. বি-এ পাশ করে কমার্স এবং জার্নালিজম পড়তে বিলাত যান। সেখানে বিবাহ করেছিলেন কিন্তু অল্পদিনেই বিবাহবিচ্ছেদ হয়। ইংলন্ডে বাসকালে প্ৰখ্যাত দিলীপকুমার রায়ের সান্নিধ্যে এসে শ্ৰীঅরবিন্দ দর্শনের প্রতি আকৃষ্ট হন। ১৯২৯ খ্রী. দেশে ফিরে ঢাকায় নারী শিক্ষা মন্দিরে শিক্ষকতা করেন। কিছুদিন কলিকাতার প্রথম দেশী ইন্সিওরেন্স কোম্পানীতে কাজ করেছেন। ১৯৩১ খ্রী. পন্ডিচেরী চলে যান এবং স্থায়ীভাবে আশ্রমবাসিনী হন। শ্ৰীঅরবিন্দের আশীৰ্বাদধন্য হয়ে জ্যোতির্মালা ছদ্মনামে লিখতে শুরু করেন। শ্ৰীঅরবিন্দের ভক্ত গৌরীপুরের জমিদার প্রসিদ্ধ বীণাবাদক বীরেন্দ্রকিশোর রায়চৌধুরীর সঙ্গে এখানে তার পরিচয় ও প্ৰণয় ঘটে। ১৯৪১ খ্রী. বীরেন্দ্ৰকিশোরের সঙ্গে কলিকাতায় চলে আসেন। বৌদ্ধমতে তাদের বিবাহ হয়। কিন্তু এ বিবাহও স্থায়ী হয় নি–বিবাহিত জীবনের স্বীকৃতি পান নি। শেষ জীবনে মানসিক ভারসাম্য হারান। অসহায় অসুস্থ অবস্থায় কলিকাতা লেকের কাছে বৌদ্ধমন্দিরের বারান্দা থেকে তাকে প্ৰতিবন্ধীদের জন্য স্থাপিত চেশায়ার হোমের টালিগঞ্জ শাখায় তুলে আনা হয়। সেখানেই মৃত্যু। রচিত গ্ৰন্থ : উপন্যাস—‘সন্ধানে’, ‘ইরাবতী’, ‘রক্তগোলাপ’; গল্প–’শ্ৰীলা’; ছোটগল্প–‘জোনাকি’, ‘তান্ত্রিক’, ‘মৃত্যুদ্বীপ’, ‘তারার প্রপাত’, ‘রাজভিখারী’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র
« জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র
পরবর্তী:
জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. »
জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. »
Leave a Reply