জ্যোতির্ময় বসু (ডিসে ১৯২০ – ১২.১.১৯৮২) কলিকাতা। সংসদ সদস্য, বিশিষ্ট বিধায়ক। বঙ্গবাসী কলেজে শিক্ষালাভ। বাঙ্গালোরে অফিসার্স কোর্স গ্ৰহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সামরিক বাহিনীতে যোগ দেন। ১৯৫২ খ্ৰীষ্টাব্দের পর গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হ্যারি পলিটের সান্নিধ্যে এসে পদত্যাগ করেন। ১৯৫৫ খ্রী. ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠতা হয়। ১৯৬৭ খ্রী. থেকে সিপিএম-এর পক্ষ থেকে নির্বাচিত লোকসভাসদস্য, ১৯৭১ খ্রী. থেকে ঐ দলের মুখ্যসচেতক, ১৯৭৩ থেকে ১৯৭৫ খ্রী. পর্যন্ত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান এবং টি বোর্ডের সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« জ্যোতির্ময় ঘোষ
« জ্যোতির্ময় ঘোষ
পরবর্তী:
জ্যোতির্ময় সেন »
জ্যোতির্ময় সেন »
Leave a Reply